করোনাকে দূরে ভাগিয়ে কোয়েলের পরিবার এখন এক্কেবারে সুস্থ ৷ আর সুস্থই হয়েই পুরনো রুটিনে ফিরে এলেন বাংলা ছবির মিষ্টি নায়িকা কোয়েল ।
কয়েক মাসে আগেই মা হয়েছেন কোয়েল মল্লিক ৷ খুশির খবরটি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি ৷ আপলোড করেছিলেন ফুটফুটে ছেলের ছবিও ৷
তারপরই করোনার বাড়বাড়ন্ত ৷ করোনার হাত থেকে রক্ষা পেলেন না কোয়েল মল্লিক, তাঁর স্বামী নিশপাল সিং, রঞ্জিত মল্লিক ও কোয়েলের মা দীপা মল্লিক ৷ কোয়েলের ছোট্ট পুঁচকে অবশ্য সুস্থই ছিল।
চিকিৎসকের কথায় কোয়ারেন্টাইন ৷ অবশেষে সেই করোনাকে দূরে ভাগিয়ে কোয়েলের পরিবার এখন এক্কেবারে সুস্থ ৷ আর সুস্থই হয়েই পুরনো রুটিনে ফিরে এলেন বাংলা ছবির মিষ্টি নায়িকা কোয়েল৷ মন দিলেন শরীর চর্চায় ৷
আর সেই শরীরচর্চার একটা অঙ্গই হল জুম্বা ডান্স। সদ্য মা কোয়েল এখন জোরকদমে জুম্বার ট্রেনিং নিচ্ছেন । এতে যেমন মনও ভাল থাকে, শরীরও হয় চনমনে । সম্প্রতি নিজের ইনস্টা হ্যান্ডেলে সেই ভিডিও-ই শেয়ার করেছেন কোয়েল । লিখেছেন, ‘জুম্বা সেশনের মাঝে একটু মজার স্টেপস ।’’
কিছুদিন আগে শরীর চর্চার আরও একটি ছবি ট্যুইটারে পোস্ট করেছিলেন নায়িকা । সেই ছবির ক্যাপশনে কোয়েল লেখেন, ‘বরের ওয়ার্ডরোব থেকে জামা ধার করে প্রায় একবছর বাদে ফিরে এলাম পুরনো রুটিনে ৷ ফের শুরু আমার ফিটনেস রুটিন ৷ নো পেইন, নো গেইন !’
পুত্র সন্তানের জন্মের পর থেকে টলি-নায়িকাকে খুব একটা আর লোকসমক্ষে দেখা যায়নি । তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়মিত ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন নায়িকা । কোয়েলের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাঁকে ও সদ্যোজাত সন্তানের স্বাস্থ্য নিয়ে নানারকম গুজব রটেছিল । যদিও সেই সমস্ত ট্রোলের কড়া ভাষায় জবাব দিয়েছিলেন অভিনেত্রী । তবে এখনও নিজের ছেলের নাম বা ছবি কোনওটাই প্রকাশ্যে আনেননি কোয়েল এবং নিসপাল ।