সভাপতি অধ্যাপক আব্দুল মোতালেব।। সম্পাদক ডা:দিলীপ রায় নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক:-
ফরিদপুর উদীচী’র চতুর্দশ সম্মেলনে অধ্যাপক আব্দুল মোতালেবকে সভাপতি ও ডা: দিলীপ রায়কে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকেলে ফরিদপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের নির্বাচনী অধিবেশনে এ কমিটি গঠন করা হয়।
“শ্রেণিভেদ ভাঙ্গি শোষিতের রোষে; সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে” স্লোগানকে সামনে রেখে শুক্রবার সকালে এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন প্রবীন রাজনীতিক ও বীরমুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন ঘোষ।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন ও কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ আনিসুর রহমান।
উদীচীর ফরিদপুর জেলা সংসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মোতালেব এর সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনের আলোচনাসভায় কেন্দ্রীয় নেতা জামসেদ আনোয়ার তপন বলেন, প্রগতিশীল ও সাম্যবাদী সংস্কৃতির সমাজ গড়তে হলে উদীচী’র সাংস্কৃতিক আন্দোলনকে আরো বেগবান করতে হবে। উদীচী’র সাংস্কৃতিক আন্দোলন রুখে দিবে শ্রেণি শোষণ ও সাম্প্রদায়িকতা। মানবমুক্তির লড়াইয়ে উদীচী’র সাংস্কৃতিক আন্দোলনের বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া মৌলবাদী গোষ্ঠির মদদে পাঠ্যপুস্তক থেকে প্রগতিশীল লেখকদের লেখা বাদ দেয়ার কড়া সমালোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য শেখ আনিসুর রহমান। মৌলবাদী ও ভোগবাদী সংস্কৃতির চর্চা থেকে বেড়িয়ে এসে বাঙালি সংস্কৃতি রক্ষার আন্দোলনে সকলকে এগিয়ে আসতে হবে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল কালা কানুন প্রত্যাহারের জন্য তিনি জোর দাবী জানান।
সহ সাধারণ সম্পাদক উত্তম দত্তের সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ফরিদপুর জেলা মহিলা পরিষদের সভাপতি অধ্যাপক শিপ্রা রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সিরাজ- ই-কবীর খোকন, সিপিবি কেন্দ্রীয় সদস্য রফিকুজ্জামান লায়েক,আসমা আক্তার মুক্তা, অশোক কুমার সিংহ রায়, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্ট্যালিন প্রমুখ।
সম্মেলনের কাউন্সিল অধিবেশনের শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের রিপোর্ট ও আর্থিক রিপোর্ট পেশ করেন যথাক্রমে, উত্তম দত্ত, রেজাউল করিম ও আনন্দ কুমার বিশ্বাস।
নির্বাচনী অধিবেশনে ২৯ জনের কমিটি ঘোষণা করা হয়।
এ কমিটির সহ-সভাপতি হয়েছেন অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্ট্যালিন, হোসনে আরা খানম, ডা: শ্যামল কুমার মজুমদার, মাহবুবা আক্তারী রেখা ও লিয়াকত হোসেন মোল্লা।
সহ সাধারণ সম্পাদক পদে রয়েছেন উত্তম দত্ত ও শাহাদাত শাওন।
কোষাধ্যক্ষ পদে রয়েছেন অ্যাড. প্রীতিকনা রাহা।
এছাড়া একটি কো-অপ্ট পদ রেখে ১২ টি পদে সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে অসিত চক্রবর্তী, সিরাজ- ই- কবীর খোকন, আনোয়ারা বেগম, অ্যাডভোকট শিপ্রা গোস্বামী অধ্যাপক চৈতন্য চন্দ্র দাস, অ্যাডভোকেট জেসমিন কবীর, আনন্দ কুমার বিশ্বাস, সুরঞ্জনা কেয়া, শাহ জাহাঙ্গীর ও রোকসানা রুনা। জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন উত্তম দত্ত।
সম্পাদকমন্ডলীতে রয়েছেন রেজাউল করিম, বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী, লুৎফুন নাহার লতা,শ্যামল দাস, এমদাদ মিয়া ও রিসালাতুন নাহার রীনা।
সম্মেলন শেষে উদীচী’র সাংস্কৃতিক কর্মীবৃন্দ গণসঙ্গীত পরিবেশন করেন।
#রেজাউল_করিম
২৫ আগস্ট,২০২২।
ফরিদপুর।