• ঢাকা
  • রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং
ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতির বিরুদ্ধে অনাস্থা “ভারপ্রাপ্ত সভাপতি সুকেশ সাহা”

মানিক কুমার দাস,ফরিদপুর প্রতিনিধি :

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতির বিরুদ্ধে নানা অনিয়ম ও অসাংগঠনিক কর্মকান্ডের কথা তুলে ধরে সভাপতি পদ থেকে অপসারন এর দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ শে মার্চ শুক্রবার সকাল ১০ ঘটিকা হইতে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত ফরিদপুর জেলা পরিষদ এর অডিটরিয়াম হল রুমে জেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সুদীর্ঘ আলোচনার মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়। একই সাথে এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সব তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন কমিটির সাধারন সম্পাদক অরুন মন্ডল। আলোচনা সভায় বক্তারা অভিযোগ করে বলেন, ফরিদপুর জেলা পুজা উদযাপন পরিষদের বর্তমান সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ দায়িত্বভার গ্রহনের পরই সংগঠন বহি:র্ভুত নানা অনিয়মে জড়িয়ে পরে। এরই অংশ হিসেবে তিনি জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অরুন কুমার মন্ডলকে অপসারণসহ সংগঠনের মধ্যে নিজস্ব বলয় তৈরি করে জেলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করে। এ ছাড়াও জেলার মধূখালি উপজেলা অনুমোদিত উপজেলা পূজা উদযাপন কমিটি থাকা সত্ত্বেও কমিটির সাথে কোন আলোচনা না করেই গত ১৯ মে মার্চ দ্বিবার্ষিক কাউন্সিলর করার চেষ্টা করে। সভায় আরো বলা হয় ফরিদপুর জেলা পুজা উদযাপন পরিষদের মেয়াদ ইতিমধ্যে ২ বছর অতিক্রান্ত হওয়ার পরেও সভাপতির অসহোযোগিতার কারনে জেলা কমিটি একটি সভাও করতে পারেনি। এমনকি তিনি কোন ধরনের সামাজিক সাংস্কৃতিক বা জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কোন ধরনের কর্মসূচিতে অংশ গ্রহন করেননি। এ ছাড়াও সুনাম গঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাংচুর এর প্রতিবাদে কেন্দ্রীয় কমিটির নির্দেশ অমান্য করে একদিন পুর্বেই কর্মসূচি পালন করা এবং সম্প্রদায়ের মধ্যে স্থায়ী বিভেদ তৈরি করার চেষ্টা করে ড: যশোদা জীবন দেবনাথ। সভায় আরো বলা হয় সংগঠনের সভাপতির পদ ব্যবহার করে ব্যাক্তি ও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যেই তিনি ফরিদপুর জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি পদ দখল করেছেন। ঐ সভায় বক্তারা আরো জানান, ফরিদপুর জেলা পুজা উদযাপন কমিটি সম্মেলন না হওয়া পর্যন্ত বর্তমান সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ কে অপসারন করে পরিষদের সহ-সভাপতি সুকেশ সাহাকে ভারপ্রাপ্ত সভাপতি করার জন্য কেন্দ্রীয় কমিটির নিকট অনতিবিলম্বে প্রস্তাব আকারে পেশ করা হবে। এ সময় জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি সুকেশ সাহা, প্রকাশ স্বরুপ রায় অপু, সাধারন সম্পাদক অরুন কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক অজয় রায়, শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক গৌতম সরকার, সাংস্কৃতিক সম্পাদক গৌতম ভদ্র, কোষাধাক্ষ্য শিবু প্রসাদ দাস, সদস্য সুকুমার চন্দ্র সাহা, নিতাই রায়, হরিদাস গুপ্তসহ জেলার বোয়ালমারী উপজেলা ব্যাতিত ৮ টি উপজেলার সভাপতি সাধারন সম্পাদক ও জেলা, উপজেলা, শহর পূজা উদযাপন কমিটির সিংহভাগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।