রাজশাহীর বাঘায় করোনা সংকট নিরসনে মানবতার পাশে মোজাহার আলী কল্যাণ ট্রাস্ট
মোঃ আলাউদ্দিন মন্ডল, রাজশাহী :
সারা দেশে কোরোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে জনমনে চরম আতঙ্ক। করোনা সংক্রমন এড়াতে সরকারী নির্দেশ মোতাবেক ঘরে থাকতে হচ্ছে , সকল শ্রেনী পেশার মানুষকে। এতে সৃষ্টি হচ্ছে ব্যাপক সংকট। বিশেষ করে শ্রমজীবি মানুষেরা কর্মহীন হয়ে পড়ায়,পরিবারের সদস্যের নিয়ে পড়েছেন বিপাকে। আর এই করোনায় সৃষ্ট সংকট নিরোসনে অসহায়ের পাশে এসে দাঁড়িয়েছেন মোজাহার আলী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা নওশাদ আলী। রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মরহুম মোজাহার আলীর সুযোগ্য সন্তান নওসাদ আলী তিনি একজন ব্যাবসায়ী ও সমাজসেবী। তিনি উপজেলার মনিগ্রাম ও পাকুড়ীয়া ইউনিয়নের অসহায়দের মাঝে দফায় দফায় ত্রাণ সহায়তা দিয়েছেন। প্রথম দফায় ১১০ জন, দ্বিতীয় দফায় ১২৮ জন, তৃতীয় দফায় ২৩৮ জন এবং চতুর্থ দফায় ৪০ জন সহ মোট ৫১৬ জন হতদরিদ্র পরিবারের মাঝে এ সহায়তা দেওয়া হয়। জানা গেছে, ত্রাণ সহায়তা হিসেবে জন প্রতি ৫কেজি চাল,৫০০গ্রাম ডাল,১কেজি আলু, ৫০০গ্রাম লবন ও ১টি করে সাবান বিতরন করেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবী নওসাদ আলী। সরকারের পাশা-পাশি মোজাহার আলী কল্যাণ ট্রাস্ট এ ত্রাণ সহায়তা পেয়ে অসহায়ের মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি।মোজাহার আলী কল্যাণ ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা পরিচালক নওসাদ আলী বলেন, করোনা সংকট নিরোসনে সরকারের পাশা-পাশি সমাজের বিত্তবানদের এগিয়ে এসে অসহায়ের পাশে দাঁড়াতে হবে। তবেই এ সংকট নিরোসন করা সম্ভব। শনিবার (২৫এপ্রিল) ৫১৬ জন সরকারী সহায়তা না পাওয়া ব্যাক্তিদের মাঝে সুুষ্ঠভাবে ত্রাণ বিতরন সম্পন্ন করা হয়েছে। তিনি আরো বলেন, শুধু ত্রাণ বিতরনই নয়, বিভিন্ন ভাবে মানবতার কল্যানে কাজ করছেন তার বাবার নামে গড়ে তোলা মোজাহার আলী কল্যাণ ট্রাস্ট। তিনি হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এ ট্রাস্ট এর মাধ্যমে গরীব, মেধাবী ছাত্রদের প্রতি বছর শিক্ষাবৃত্তি দিয়ে থাকেন। যা বর্তমানে চলমান রয়েছে। ত্রাণ বিতরনের সময় উপস্থিত ছিলেন, হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম খোকন, সহকারী শিক্ষক মুফাক্কর হোসেন লিটন,মীরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকি, মনিগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আব্দুল মান্নান, পাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল কাশেম ভোলা ও জালাল কোম্পানি, যুবলীগ নেতা মিজানুর রহমান ।
ত্রাণ বিতরনে সহযোগীতা করেছেন, মাসুদ পারভেজ, শফিকুল ইসলাম ও মিনারুল ইসলাম সহ আরো অনেকে।