• ঢাকা
  • সোমবার, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং
নওগায় শহীদ স্মৃতিফলকে খাদ্য মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

নওগা,২৬ মার্চ, ২০২২ খ্রি.

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আজ(শনিবার) সকালে নওগাঁয় শহীদ স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবে দাড়িয়ে থাকেন।

পরে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে খাদ্য মন্ত্রী বলেন, ২৬ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবদীপ্ত দিন।পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের বুকে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেন। আমরা পাই স্বাধীন দেশ, লাল সবুজ পতাকা।
তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে আমাদের এ গৌরবগাঁথা পৌঁছে দিতে হবে। একদিন তাদের হাত ধরে এই দেশ সোনার বাংলায় রুপান্তরিত হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।
এসময় নওগাঁ সদর আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান,পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া,আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রাজশাহী জিএম ফারুক পাটোয়ারি,মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন রাজনৈতিক দল ও অংগ সংগঠন পৃথকভাবে শহীদ স্মৃতফলকে শ্রদ্ধা নিবেদন করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।