• ঢাকা
  • মঙ্গলবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ ইং
পুলিশ সদস্যদের সুরক্ষাসামগ্রীর চাহিদা বাড়ছে : আইজিপি

করোনা সংক্রমণ রোধে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) সুরক্ষাসামগ্রী দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। শনিবার পুলিশ সদর দফতরে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের কাছে সুরক্ষাসামগ্রী হস্তান্তর করা হয়।

সুরক্ষাসামগ্রীর মধ্যে রয়েছে ৫০ হাজার মাস্ক, ২ হাজার বোতল স্যানিটাইজার, ২ হাজার পিস আই প্রোটেক্টর, ১ হাজার পিস ফেস শিল্ড এবং পুনর্ব্যবহারযোগ্য ১৫ হাজার পিপিই। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে পুলিশ সদর দফতর থেকে সব ইউনিটে ইতোমধ্যে প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী সরবরাহ করা হয়েছে। এ ছাড়া সুরক্ষাসামগ্রী ক্রয়ের জন্য সব ইউনিটকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
তবুও চলমান করোনা পরিস্থিতিতে বর্তমান বাস্তবতায় পুলিশ সদস্যদের সুরক্ষাসামগ্রীর চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। ক্রমবর্ধমান এ চাহিদা পূরণের লক্ষ্যে সুরক্ষাসামগ্রী সরবরাহের ধারাবাহিকতায় ডিএমপিকে সুরক্ষাসামগ্রী প্রদান করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।