ফরিদপুরে সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ তরুণ আটক
ফরিদপুরে সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আজ শনিবার ভোররাতের একটু আগে তাকে শহরের রঘুনন্দনপুর মহল্লা হতে তাকে আটক করা হয়।
আটক ওই ব্যক্তির নাম মুকুল মোল্যা (২১)। সে বোয়ালমারী উপজেলার ডোবরার মৃত আব্দুল লতিফের ছেলে।
র্যা্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক দেবাশীষ কর্মকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে মুকুল মোল্যাকে সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ ঘটনায় কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।