বোয়ালমারী (ফরিদপুর)বিশেষ প্রতিনিধি ফরিদপুরের আলফাডাঙ্গায় সাব্বির মোল্যা নামে এক মাদ্রাসা ছাত্র ১১ দিন ধরে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার বাবা হেমায়েত মোল্যা থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডি নম্বর-৮২৬।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দা
নূরানী তালিমুল কোরআন মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্র সাব্বির মোল্যা (১৩)। সে গত ১৬ মার্চ বিকেলে নিজবাড়ি গোপালপুর থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দ্যেশে রাতের খাবার নিয়ে বাইসাইকেল যোগে বের হয়। তারপর থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্তু ওই ছাত্রের সন্ধান পাচ্ছেন না তার পরিবার। আত্মীয় স্বজনসহ ঘনিষ্টজনদের বাড়িতে তাকে না পেয়ে গত ২৪ মার্চ আলফাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরী করে তার বাবা। সাব্বির মোল্যা মাদ্রাসা থেকে ৬ষ্ঠ প্যারার হাফেজী শেষ করে সপ্তম প্যারায় পড়ালেখা করছে বলে তার বাবা জানান।
গতকাল শনিবার আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান
জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, মাদ্রাসা ছাত্রকে উদ্ধারের
সবোর্চ্চ চেষ্টা চলছে।