• ঢাকা
  • শনিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ ইং
ফরিদপুরে কলেজ ছাত্র প্রান্ত মিত্রকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন

মানিক কুমার দাস,ফরিদপুর।

ফরিদপুর জেলা শহর ও উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক মানব বন্ধন আজ বুধবার সকাল সাড়ে দশটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
ফরিদপুরে কলেজ ছাত্র প্রান্ত মিত্রকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের দাবিতে এ মানববন্ধনে আয়োজন করা হয়।

গত মঙ্গলবার রাতে বন্ধুর বোনকে রক্ত দিতে রাতে বাসা থেকে বের হয়ে নির্মমভাবে হত্যাকান্ডের শিকার হন রাজেন্দ্র কলেজের অনার্স (বোটানি বিভাগ) তৃতীয় বর্ষের ছাত্র প্রান্ত মিত্র (২৩)।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্ত শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা এ জোরালো দাবি জানান, অনতিবিলম্বে মেধাবী ছাত্র প্রান্ত মিত্রের হত্যাকান্ডের দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে না পারলে আরো কঠোর আন্দোলনে যাবে সংগঠনটি।
বক্তারা আরো বলেন, হঠাৎ করেই শান্ত ফরিদপুরে একের পর এক ঘটনার মধ্য দিয়ে অশান্ত পরিবেশ তৈরি করছে। এই কর্মকাণ্ডগুলোর সঙ্গে কারা সম্পৃক্ত সঠিক তদন্ত মাধ্যমে খুঁজে বের করতে হবে। আমরা চাই ফরিদপুরবাসী যাতে শান্তিতে বসবাস করতে পারি।
এই কর্মসূচিতে বক্তব্য রাখেন, উদযাপন পরিষদের ফরিদপুর জেলা, শহর উপজেলা শাখার নেতৃবৃন্দ। শাখার ভারপ্রাপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ননি গোপাল রায়, তাপস সাহা, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা, সুকেশসাহা, সিতাংশু মিত্র কিংকর, শংকর সাহা, বাবুরাম কর্মকার, ডাক্তার প্রকাশ সরুপ অপু, শ্যামল কর্মকার, অশোক রাহুত বাপন, অজয় রায়, উৎপল দত্ত, অ্যাডভোকেট তুষার দত্ত, অমিত বিশ্বাস, প্রমুখ।
এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।