মাহবুব হোসেন পিয়াল, ফরিদপুর ।। ফরিদপুরে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া দুই হাজার হতদরিদ্রদের মাঝে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু এর নিজস্ব অর্থায়নে তার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।এরই অংশ হিসেবে শনিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার
ঈশান গোপালপুর ইউনিয়নের দলীয় নেতাকর্মীসহ শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তার পক্ষে দলীয় নেতা কর্মীরা । এ সময় ঈশান গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেদ পারভেজ ডাফরিন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিদার এবং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় নেতারা উপস্থিত থেকে সহযোগিতা করেন। মাহবুবুল হাসান পিংকু বলেন, ধারাবাহিকভাবে প্রতিটা ইউনিয়নেই এই পবিত্র রমজানে আমার ব্যক্তিগত সামর্থ অনুযায়ী সহযোগিতার হাত প্রসারিত থাকবে।
এর আগে ফরিদপুরে বিভিন্ন ওয়ার্ডে গরিব অসহায়দের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।