• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
নগরকান্দায় সড়কের উন্নয়নকাজে ধীরগতি, চরম ভোগান্তিতে পথচারী ও এলাকাবাসী

শফিকুল খান জনি, ফরিদপুর ২৬ ডিসেম্বর ২০২০ :ফরিদপুরের নগরকান্দার পুরাপাড়া সড়কের সংস্কারকাজ চলছে দীর্ঘদিন যাবত। কিন্তু এই কাজে ধীরগতির কারণে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সড়কে চলাচলরত যানবাহন, পথচারী ও স্থানীয় এলাকার বাসিন্দাদের।

উন্নয়নকাজের জন্য রাস্তার খোঁড়া ইট, পাটকেল ফেলে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। এগুলো পড়ে থাকায় জমছে মারাত্মক ধুলো বালি এতে জন জীবন অতিষ্ট হয়ে পড়েছে।
শ্বাস-প্রশ্বাসে সমস্যা সহ চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে মানুষ।

চলতি বছরে নগরকান্দা – ফুলবাড়িয়া সড়কের বনগ্রাম থেকে পুরাপাড়া বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার সংস্কার কাজে ধীরগতির কারণে মানুষকে চরম বিড়ম্বনায় মধ্যে পড়তে হচ্ছে।

কবে নাগাদ এ সংস্কার কাজ শেষ হবে জানতে চাইলে, এ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান নিসাত ট্রেডার্সের স্বত্বাধিকারী আরিফ হোসেন জানান, রাস্তা নির্মানের রুলার সংকটের কারনে এ কাজ করতে দেরি হচ্ছে।

অন্যদিকে করোনার কারনে এ সংস্কারে ধীরগতির কথা জানিয়েছেন, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম। তবে চলতি সপ্তাহের মধ্যেই এ সংস্কার কাজ শুরু হবে বলে তিনি আরো জানান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।