মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর শহরের শোভারামপুর পূর্ব দাসপাড়ায় তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুক্রবার শেষ হয়েছে।
গত বুধবার থেকে এ অনুষ্ঠান শুরু হয়েছিল।
অনুষ্ঠানের মধ্যে ছিল শ্রীমৎ ভগবতগীতা পাঠ, তারকব্রহ্ম নাম সংকীর্তন, অষ্টকালীন লীলা কীর্তন, ধর্মীয় আলোচনা সভা, মহাপ্রভুর ভোগ রোগ, নগরকীর্তন ইত্যাদি।
অনুষ্ঠানের শেষ দিন অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করেন উত্তম আনন্দ দাস (যশোর),পূজা রায়(গজারিয়া),ও অমল ব্যানার্জি (ফরিদপুর)।
উৎসব চলাকালে অসংখ্য ভক্ত বৃন্দ এতে অংশগ্রহণ করেন।
এ উপলক্ষে এখানে একটা মিনি মেলার আয়োজন করা হয়।