বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে উরস শরীফ শুরু
মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আটরশিতে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের উরস শরীফ শুরু হয়েছে।
প্রতি বছরের ন্যায় বর্নিত উরস শরীফ চার দিন ব্যাপি চলবে। আগামী পহেলা মার্চ বাদ ফজর মোনাজাতের মাধ্যমে উক্ত উরস শরীফের সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানা যায়।
প্রতি বছরের ন্যায় এবারও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সদরপুর উপজেলার আটরশিতে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ পালিত হচ্ছে।