মাহবুব পিয়াল ।। সাহিত্যের যাদুকর,বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৪ তম জন্মদিন উপলক্ষে ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে ও ফরিদপুর প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় প্রেসক্লাব মিলনায়তনে ক্যামেরার কবি নাসির আলী মামুনের একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১ টায় ফিতাকেটে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী।
এ সময় ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, ফরিদপুর নাগরিক মঞ্চের সাধারন সংম্পাদক পান্না বালা, ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন, যুগ্ম -সম্পাদক সাংবাদিক মাহবুব হোসেন পিয়াল, সাহিত্য সম্পাদক কবি আলিম আল- রাজি আজাদ,নিবার্হী সদস্য লিয়াকত হোসেন হিমু,সাংবাদিক মফিজুর রহমান শিপন, তরুন কবি রওনক আহমেদ রাহাদ, হিমু পরিবহণ ফরিদপুরের দলনেতা তুলি মুখার্জি সহ অন্যানরা উপস্থিত ছিলেন।
এদিকে আজ শুক্রবার সন্ধ্যে ৬টায় ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণ উৎসব ও ক্যামেরার কবি খ্যাত আলোকচিত্র শিল্পি নাসির আলী মামুনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যডভোকেট শামসুল হক ভোলা মাস্টার।