মধুখালীতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২১ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় মধুখালী প্রেসক্লাবে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক শাখার আয়োজনে নারীর প্রতি সহিংসতা বন্ধ কর সমঅধিকার নিশ্চিত করো সেøাগানে মহিলা পরিষদ সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মধুখালী মহিলা পরিষদের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) শামসুনাহার নিহার, রেসমা আক্তার, রুবিনা খন্দকার, আসমা সুলতানা, প্রগ্রাম এক্সিকিউটিভ জেসমিন ইসলাম, সাংবাদিক শাহজাহান হেলাল, মতিয়ার রহমান, মেহেদী হাচান, সালেহীন সোয়াদ সাম্মী প্রমূখ। সংবাদ সম্মেলনে নারীর প্রতি সহিংসতা বন্ধ ও সমঅধিকার নিশ্চিতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি সুরাইয়া সালাম।