করোনায় আক্রান্ত রোগী কিংবা অন্যান্য যেকোনো রোগাক্রান্তদের ফ্রিতে ফোনে চিকিৎসা ও পরামর্শ দেবে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজ (এফডিএসআর)। এই সংগঠনটির সঙ্গে যুক্ত ৫০ জন চিকিৎসক সার্বক্ষণিকভাবে এই সেবা দেবে। ২৪ ঘণ্টাই ফোনের মাধ্যমে তাদের চিকিৎসা, পরামর্শ নেয়া যাবে।
জানতে চাইলে সংগঠনটির মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন ঢাকা টাইমসকে বলেন, ‘এখন তো সারাদেশে সরকারি-বেসরকারি ছুটি চলছে। এটা একরকম লকডাউনের মতোই চলছে বলা চলে। কারণ মানুষকে ঘর থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। এই অবস্থায় মানুষ শুধু যে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে তা নয়, অন্য যেকোনো রোগেও আক্রান্ত হতে পারে। তারা অনেকে ভয়ে হাসপাতালে যেতে চাইবেন না। আবার অনেক হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসকেরও অভাব থাকতে পারে। এই সংকট সময়ের কথা চিন্তা করেই আমরা জরুরি অবস্থা ব্যতিত অন্যান্য ক্ষেত্রে টেলিফোনে স্বাস্থ্যসেবা বা পরামর্শ দেওয়ার উদ্যোগ নিয়েছি। ফার্মেসিগুলো খোলা আছে। যথাযথ পরামর্শ পেলে রোগীরা হয়তো প্রয়োজনীয় ওষুধটি কিনে নিতে পারবেন। এই চিন্তা থেকেই এই উদ্যোগ।’
এফডিএসআরের যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী ঢাকা টাইমসকে বলেন, ‘ইমার্জেন্সি ব্যাতীত যেসব রোগী দেশের বিভিন্ন প্রান্তে আছেন, অথচ হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে থাকার কারণে ঘর থেকে বের হতে পারছেন না তাদের টেলিফোনের মাধ্যমে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। একাজে ৫০ জন চিকিৎসক শিফট অনুযায়ী ২৪ ঘণ্টাই সেবা দেবে।
সংগঠনটির নির্বাহী সদস্য ডা. নাজমুল হোসেন নিপু ঢাকা টাইমসকে বলেন, এফডিএসআর ডাক্তারদের নিয়ে একটি অরাজনৈতিক সংগঠন। ২০১৯ সালের এপ্রিলে এটি প্রতিষ্ঠিত হয়। এর সঙ্গে প্রায় ৪০ হাজার ডাক্তার যুক্ত আছেন। এর আগে বাংলাদেশে যখন ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছিল তখনও আমরা ফ্রিতে সেবা দিয়েছি। যেকোনো দুর্যোগের সময় মানুষের পাশে আছি।
ড. নাজমুল হোসেন নিপু জানান, তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন। তাদেরকে ফোন দিয়ে রোগ অনুযায়ী ব্যবস্থাপত্র ও পরামর্শ নেয়া যাবে। চিকিৎসরা রোগীর অবস্থা বুঝে তাকে পরবর্তী নির্দেশনা দেবেন। করোনাআক্রান্ত রোগী ছাড়াও যেকেনো রোগে আক্রান্ত রোগীর অবস্থা যদি গুরুতর না হয় তবে এই সংগঠনটি থেকে সেবা নেয়া যাবে। রোগীর অবস্থা গুরুতর হলেও স্বজনরা পরবর্তী পদক্ষেপ জানার জন্য পরামর্শ পাবেন।
সংগঠনটির সঙ্গে যুক্ত চিকিৎসক মো. মশিউর রহমান রিকাবদের (রিভজী) ঢাকা টাইমসকে বলেন, দেশের এই ক্রান্তিকালে আর্তমানবতার সেবায় আমরা এগিয়ে এসেছি। সামান্য জ্বর, সর্দি-কাশি কিংবা যেকোনো আক্রান্ত ব্যক্তি সংক্রামণের ভয়ে চিকিৎসা কেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন। অপর দিকে এখন অনেকেই আইসোলেশন কিংবা হোম কোয়ারিন্টিনে আছেন। টেলিফোনের মাধ্যমে তাদের চিকিৎসা পরামর্শ দেয়ার জন্য এই উদ্যোগ।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার ঘোষিত ছুটির মধ্যে সার্বক্ষণিকভাবে এফডিএসআরের চিকিৎসা ও পরামর্শ নেয়া যাবে। ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ফোনে এ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবে সংগঠনটি।
জ্বর-সর্দি, কাশি, গাইনি, নাক-কান-গলা, চক্ষু, শিশু, মানসিক রোগ বিশেষজ্ঞ, মেডিসিনসহ ৫০ জনের একটি বিশেষজ্ঞ দল স্বেচ্ছায় এবং বিনা পারিশ্রমিকে জনগণকে পরামর্শ প্রদান করবেন।
এফডিএসআর জানায়, করোনার কারণে জ্বর-কাশির মত সমস্যা দেখা দিলে নিম্নলিখিত যে কোনো নম্বরে কল করে স্বাস্থ্য পরামর্শ নিতে পারবেন যে কেউ। গর্ভবতী নারীরা তালিকায় থাকা গাইনি এন্ড অবস বিশেষজ্ঞদের কাছ থেকে ফোনে পরামর্শ গ্রহণ করতে পারেন।
স্বাস্থ্য পরামর্শ প্রদানকারী ৫০জন চিকিৎসকের তালিকা
1. Dr. MD. Mashiur Rahman Rikabder (Rizvi)
01720947392, 01914319181
2. Dr. Farida Yeasmin Shumi
01773434095
3. Dr. Shamimul Moula
01712275061
4. Dr. Zaminur Rashid
01676440060
5. Dr. Shayla
01717495387
6. Dr. Mubasshir Hasan Limon
01717529163
10AM-7PM
7. Dr. Shariful Hassan
01819137415 24Hours(preferably 3PM-7AM)
8. Dr. A J M Shahriar Arif
01670990396
11AM-8PM
9. Dr. MD. K N Rabby Oni
01521580474
10AM-1PM
10. Dr. Ashit Mazumder
01923285110
6PM-9PM
11. Dr. Anamul Haque
01998936767
12. Dr. Rahet Amin Shayan
01916372087
10AM-10PM
13. Dr. Tapas Talukdar
01711359343
14. Dr. Akik Anwar
01924658062
15. Dr .Mizanur Rahman
01835865871
16. Dr. Roushan Rowan
01711685080
17. Dr. MD. Sanuar Rahman
01711982303
2:30-3:30PM
18. Dr. Mani Lal Aich Litu
01705373353
ENT
19. Dr. Umme Honey
01630733515
20. Dr. Mosharraf Hossain
01977217077
9AM-12PM
21. Dr. MD. Mahbubul Alam
01712860247
10AM-2PM
22. Dr. Faiz Ahmad Khondaker
01711571879
10AM-2PM
23. Dr. Finul Islam
01762242251
24. Dr. Khan Arif
01636178110
25. Dr. Ayrin Pervin
01724083412
26. Dr.Mehedi Hasan
01722758714
Anytime
27. Dr.Farzana Akhi
01972871579
3PM-6PM
28. Dr. MD. Khalid Saifullah
01829790991
29. Dr. Mehraj Mojumder
01951048541
30. Dr. Ayubur Rahman
01727690222,
01796299975
7PM-10PM, 11AM-1PM
31. Dr. MD. Hasan Shariar
01733455390
32. Dr. Foyjunnaher Sultana
01841700433
33. Dr. MD. Ashraful Islam
01717545054
34. Dr. Syeda Jahan Ara Begum
01711143470
12PM-8PM
Obs & Gynaecology
35. Dr. Nihar Banu
01710918603
Obs & Gynaecology
36. Dr. Musarrat Sultana. Sumi
01711389181
5PM-7PM
Obs & Gynaecology
37. Dr. Nazma Akter
01842725151
Obs & Gynaecology
38. Dr. Hosne Ara Baby
01713008868
5PM-11PM
Obs & Gynaecology
39. Dr. Rafaa Islam
01672607178
Obs & Gynaecology
40. Dr. Sabrina Farah Mouree
01799398581
Paediatrics
41. Dr. Kanij Fatema Monami
01713097751
Paediatric Neurology
42. Dr. Nazneen Sultana
01744534585
2PM-7PM
Paediatrics
43. Dr. A S M Shahriar
01798674770
Paediatrics
44. Dr. Chandan Kumar Saha
01914876363
Neonatology
45. Dr. Arif Murshed khan
01711382480
3PM-10PM
ENT
46. Dr. Mostafizur Rahman
01972996090
10AM-1PM
Skin & VD
47. Dr. Maliha Nawar
01762041078
7PM-10PM
Opthalmology
48. Dr. Rahat Anwer Choudhury
01716151726
8PM-10PM
Opthalmology
49. Dr.MD. Fajlul Kabir Pavel
01866121427
10AM-2PM
Medicine
50. Dr. Rashidul Haque Rana
01916979400
3PM-6PM
Psychiatry