• ঢাকা
  • সোমবার, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং
কানাইপুরে প্রাচীন কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরের কানাইপুরে কেন্দ্রীয় কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসি।

(২৬ মার্চ) শনিবার দুপুর ১২ টার দিকে কানাইপুর বাসস্ট্যান্ডের পাশে কেন্দ্রীয় কবরস্থানের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর বাসস্ট্যান্ডের দক্ষিণে অবস্থিত এই কবরস্থানটি। সরকার মহাসড়ক প্রশস্ত করণের উদ্যোগ নিয়েছে। এতে কবরস্থানের উত্তরদিকের কিছু অংশ জুড়ে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়ছে। এরপরই কবরস্থান রক্ষার দাবিতে সোচ্চার হয়ে উঠেন এলাকাবাসি।

মানববন্ধন চলাকালে এলকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন কানাইপুরের তরুণ নেতা মোঃ খায়রুজ্জামান খাজা , কেন্দ্রীয় কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আহমদ আলী মোল্যা, মো. শহিদুল ইসলাম মোল্যা, রইসউদ্দিন মোল্যা, নূর ইসলাম মোল্যা প্রমুখ।

বক্তারা বলেন, প্রায় শত বছর আগে আমাদের পূর্ব পুরুষেরা ব্যক্তিগত জমি দান করে কবরস্থানটি স্থাপন করেন। এখানে আমাদের বাপ-দাদা, ভাই-বোন, ছেলে-মেয়ে তথা পরিবার-পরিজন ঘুমিয়ে আছেন। তাদের কবরের উপর দিয়ে আমরা কোনভাবেই সড়ক নির্মাণ করতে দেবো না।

তারা বলেন, মহাসড়কের বিপরীত পাশে সড়ক সম্প্রসারণের পর্যাপ্ত জমি থাকলেও সেগুলো দখল করে দোকানপাট গড়ে তোলা হয়ছে। সেসব উচ্ছেদ করে সড়ক সম্প্রসারণ না করে তারা কবরস্থানের কবরের উপর দিয়ে সড়ক নির্মাণের পায়তারা করছে। এটা কোনভাবেই হতে দেয়া হবে না। তারা এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।