ফরিদপুরের ভাঙ্গায় শনিবার সকালে ট্রেনে কাটা পড়ে ফজিরন নেছা(৮০) নামের এক নারী মারা গেছেন।
সে ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের হামেরদী গ্রামে মানিক মোল্লার স্ত্রী।
রেল পুলিশের উপ-পরিদর্শক মুনিরুজ্জামান জানায়, সকালে ভাঙ্গা হতে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসা লোকাল ট্রেনটি ভাঙ্গা-পুখুরিয়ার মধ্যবর্তী স্থান নাজিরপুর মোল্লাপাড়ায় পৌছালে সেখানে ঐ নারী রেল লাইন পাড় হবার সময় কাটা পড়ে মারা যায়।