মধুখালী উপজেলা চেয়ারম্যান করোনায় আক্রান্ত
মধুখালী (ফরিদপুর): ফরিদপুরের মধুখালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু কোভিড-১৯ করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি শনিবার জ্বর, কাঁশি ও ডায়াবেটিক রোগে অসুস্থ হলে তাঁকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার করোনাসহ অন্যান্য পরীক্ষা দিলে তার শরীরে করোনা পজিটিভ আসে।
স্বজনরা জানান, রোববার বিকালে তাঁর অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
তিনি করোনা ছাড়াও ডায়াবেটিক ও কিডনী রোগে ভোগছেন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদাক মো. রেজাউল হক বকু করোনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের পক্ষ থেকে উপজেলা বাসির কাছে রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন।