• ঢাকা
  • শনিবার, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
দিনাজপুরে  কোভিড-১৯ নমুনা পরীক্ষার কার্যক্রম  উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ    দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের আটি-পিসিআর ল্যাবে করোনা (কোভিড ১৯) নমুনা পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
রবিবার (২৬ এপ্রিল)  বেলা ১২টায় এই ল্যাবের কার্যক্রম আনুষ্টানিক ভাবে যাত্রা শুরু করে। দিনাজপুর, ঠাকুরগাও, পঞ্চগড় ও নীলফামারী জেলার সকল করোনা ভাইরাসে আক্রান্ত ও সন্দেহ ভাজন রোগির নমুনা সংগ্রহ করে উক্ত ল্যাবে পরীক্ষা করা হবে। আজ প্রথম দিনে প্রথমে ৩৪ নমুনা নিয়ে পরীক্ষায় নেমেছেন চিকিৎসকসহ
টেকনিশিয়ানরা।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ শিবেশ সরকার, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পরিচালক ডাঃ নির্মল চন্দ্র দাস এবং সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুসসহ অন্যান্যরা।
কলেজের অধ্যক্ষ ডা. শিবেস সরকার জানান, বর্তমানে এই ল্যাবে প্রতিদিন একটি সাইকেলে    ৯৪ জন রোগির নমুনা পরীক্ষা করা যাবে। তবে দুই সাইকেলে উন্নিত করা গেলে নমুনা দ্বিগুন পরীক্ষা করা সম্ভব। তবে পিসিআর ল্যাবে যারা কাজ করবে তাদের সুরক্ষা সামগ্রি পর্যাপ্ত পরিমানে মজুদ আছে বলে জানান তিনি।
এই ল্যাবে দিনাজপুর ছাড়াও ঠাকুরগাঁও পঞ্চগড় এবং নীলফামারী (৪ জেলার) সম্ভাব্য আক্রান্তদের নমুনা পরীক্ষা করা হবে। এতে বেশী সংখ্যক মানুষের দ্রুত নমুনা পরীক্ষা এবং রিপোর্টে প্রাপ্তির নিশ্চিতের পাশাপাশি রংপুর মেডিকেল কলেজে পরীক্ষায় চাপ কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।