মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর পৌর আওয়ামী লীগ এর নবগঠিত আহবায়ক কমিটির উদ্যোগে আজ সকাল ১১ টায় ফরিদপুর শহরের আলিপুর হাসিবুল হাসান লাভলু সড়কে নবনির্মিত আওয়ামী লীগ অফিসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ , দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ ইশতিয়াক আরিফ, পৌর আওয়ামী লীগের আহবায়ক শাহিদ উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মৃধা, সদস্য সচিব নুরুল আমিন বাপ্পি।
এ সময় পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন পিকুল।