কিছু লোক জনগণকে সাহায্য করার পরিবর্তে মন্ত্রীদের পদত্যাগ দাবি করছে-নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় কর্মহীন হয়ে পড়েছে দেশের বেশির ভাগ মানুষ। বিশেষ করে দিনমজুর মানুষেরা পড়েছে বিপাকে। সরকারি-বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে এসব কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। এদিকে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলীয় নেতাকর্মীদের করোনাভাইরাস পরিস্থিতিতে দূর্গত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে করোনা প্রতিরোধ মোকাবেলায় দিনাজপুর জেলা আওয়ামী লীগের ‘দূর্গতদের সহায়তা ও ত্রাণ পরিচালনা কমিটি গঠন করেছে।ইতোমধ্যে করোনা মোকাবিলায় ও অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে দিনাজপুর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের অনুদান দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে। দিনাজপুর জেলা আওয়ামী লীগের দূর্গতদের সহায়তা ও ত্রাণ পরিচালনা কমিটিতে ২ লাখ টাকা অনুদান দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
রবিবার (২৬ এপ্রিল) বেলা ১১ টায় দিনাজপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় এই অনুদান দেয়ার ঘোষণা দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ের জনগণের সাথে কথা বলছেন। আর কিছু লোক জনগণকে সাহায্য করার পরিবর্তে মন্ত্রীদের পদত্যাগ দাবি করছে। সাধারণ মানুষকে উস্কে দিয়ে রাস্তায় ব্যারিকেট সৃষ্টি করছে। এদের বিরুদ্ধে সকলকে একযোগে প্রতিহত করতে হবে।’
খালিদ মাহমুদ বলেন, ‘বিএনপি ত্রাণ বিতরণ বাদ দিয়ে প্রতিদিন সরকারের করোনা ব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলছে। অথচ তারা তৃণমূল পর্যায় পর্যন্ত ত্রাণ বিতরণে যাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ করোনা মোকাবেলায় অনেকটা ভাল অবস্থানে পৌঁছেছে। করোনা মোবাকিলায় সবাইকে ঐক্যিবন্ধ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে।’
অনুষ্ঠানে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ কার্যক্রম পরিচালনা কমিটির হাতে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা সহায়তা তুলে দেন সাবেক যুবলীগ নেতা খলিলুল্লাহ আজাদ মিল্টন।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা, কামরুল হুদা হেলালসহ প্রমুখ।