আলফাডাঙ্গায় পত্রিকা বিতরণকারির পিতার পরলোকগমন
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকায় নওয়াপাড়া গ্রামের বাসিন্দা শান্তিরাম মন্ডল (৮৫) পরলোক গমন করেছেন। গত ২৫ জুন বৃহস্পতিবার বিকাল ৪ টায় আলফাডাঙ্গা হাসপাতালে তিনি বার্ধক্যজনিত কারণে মৃতুবরণ করেন।
তিনি আলফাডাঙ্গা পত্রিকা বিতরণকারি সরোজিদ মন্ডল ও উপজেলা আওয়ামীলীগের সহায়ক রনজিদ মন্ডলের পিতা।
মৃত্যুকালে তিনি স্ত্রী , ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিন সন্ধ্যায় আলফাডাঙ্গা কেন্দ্রীয় শ্মশানে তার মৃতের দাহ সম্পন্ন করা হয়েছে।
তার মৃত্যতে শ্রদ্ধা জানিয়েছেন সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও তিতাস গ্যাস লিমিটেডের পরিচালক খান মঈনুল ইসলাম মোস্তাক, জেলা আ.লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা,উপজেলা আ.লীগের সভাপতি এস.এম আকরাম হোসেন।