সদরপুর থেকে মোঃ নুরুল ইসলাম:
ফরিদপুরের সদরপুরে পদ্মা ও আড়িয়াল খাঁয় গতকাল ভোর থেকে দুপুর পর্যন্ত মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করে ৪ জেলেকে কারাদÐ প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন সাইদুল মাতুব্বর (২৬), আনোয়ার মৃধা (৩৫), ইলিয়াস সেক (৫০), ও খোকন মৃধা (৪০)। তাদেরকে মৎস্য আইন ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ৭ দিনের জেল প্রদান করা হয়েছে। অভিযান পরিচালনা করার সময় ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে ভষ্মীভূত করা হয়। ৪ কেজি ইলিশ উদ্ধার পূর্বক দুস্থ্যদের মাঝে বিতরণ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আহসান মাহমুদ রাসেল। অভিযানে আরো উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা এস.এম মাহমুদুল হাসান ও একদল পুলিশ।
অপরদিকে সদরপুরে আইন অমান্য করে গাড়ী চালানো এবং ওজনে তেল বিক্রয়ের কারণে জেল জরিমানা করা হয়েছে। জানা গেছে, সদরপুরে অবৈধভাবে গাড়ী চালানোর কারণে ডি এম পরিবহনের সুপারভাইজার ফয়সাল (২২)কে ৩ দিনের জেল দেয়া হয়েছে। পৃথক অপর অভিযানে সদরপুর ফিলিং স্টেশন নামের তেলের পাম্পকে পরিমাপে তেল কম দেয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।