মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শেখ জামাল স্টেডিয়ামে প্রদর্শনী ফুটবল ম্যাচে ফরিদপুর জেলা প্রশাসন বনাম
ফরিদপুর পৌরসভা একাদশ এর মধ্যে অনুষ্ঠিত খেলাটি গোলশূন্য ড্র হয়েছে।
অত্যন্ত জাঁকজমকপূর্ণ এ খেলায় উভয় দলে অনেক খেলোয়াড় অংশগ্রহণ করে এমনকি প্রতিটি দলে ১১ জন করে খেলোয়াড় অংশ করার গ্রহণ কথা থাকলেও । তার চেয়ে বেশি খেলোয়ার অংশগ্রহণ করতে দেখা যায়। এছাড়া পুরোটা সময় আক্রমণ প্রতিআক্রমণ মধ্য দিয়ে খেলাটি অনুষ্ঠিত হলেও। কোন গোল্ না হবার কারণে ম্যাচটি গোলশূন্য ড্র থাকে। ফলে ড্র নিয়ে মাঠ ছাড়ে উভয় দল।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক শামীম হক। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। অনুষ্ঠানে ধারা বর্ণনা দেন রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা ও প্রবীণ ধারাভাষ্যকার আমির মজুমদার গামা।
উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই খেলাটি উপভোগ করে।