“শীতার্তদের জন্য উষ্ণ ভালবাসা” এই শ্লোগানকে ধারন করে দিনাজপুরের অসহায় কয়েক শতাধিক শীতার্ত গরিব মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বন্ধু সংসদ দিনাজপুর।
শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বন্ধু সংসদ দিনাজপুর-এর উদ্যোগে শীতার্ত মানুষের হাতে এসব কম্বল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসি বাচ্চু ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
অনুষ্ঠানে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসি বাচ্চু বলেন, প্রচন্ড শীতে গরিব অসহায় শীতার্ত মানুষ খুব কষ্টে আছে। তাদের কষ্ট লাঘবে যার যার সাধ্যানুযায়ী শীতার্ত গরিব অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবান লোকদের প্রতি আহবান জানান।
এ সময় দিনাজপুর বন্ধু সংসদের সভাপতি মামুন হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকেব রানা, ক্রীড়া সম্পাদক মোঃ সাইফুজ্জামান, নির্বাহী সদস্য মোঃ মিজানুর জামান রবি, ইদ্রিস আলী ইদন, মোঃ মাইনুল ইসলাম, মিতা জাহান, সংগঠনের উপদেষ্টা জর্সিস আনাম, ড. আব্দুর রাজ্জাক, ঢাকাস্থ দিনাজপুর সমিতির যুগ্ম সম্পাদক শাহ মোঃ আশফাকুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।