মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
মঙ্গলবার দুপুরে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কারাতে প্রতিযোগিতা ও প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন। কারাতে প্রতিযোগিতা শেষে বিজয়ীদেরকে মেডেল প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সিনিয়র সহকারী সচিব সীমা রানী ধর, হালিমা খাতুন, সুমন দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী, প্রধান প্রশিক্ষক জহিরুল ইসলাম আলী প্রমূখ।