মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগে বড় ব্যবধানে জয় পেয়েছে লক্ষ্মীপুর যুব সংঘ।
আজ ২৬ নভেম্বর শুক্রবার বিকেলে তারা প্রতিপক্ষ সবুজ সেনা ক্লাব কে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করেন,।
খেলার প্রথমার্ধে বিজয়ী দল ফাইজুল এর দেয়া একমাত্র গোলে এগিয়ে ছিল।
খেলার দ্বিতীয়ার্ধে আকাশ দলের পক্ষে দ্বিতীয় গোল করে । আর খেলা শেষ দিকে মাহফুজ পেনাল্টি থেকে গোল করলে ৩-০ গোলের ব্যবধানে খেলায় জয় লাভ করে শুভ সূচনা করে লক্ষ্মীপুর যুব সংঘ।
প্রতিযোগিতায় শনিবারের খেলা মোকাবেলা করবে আবাহনী ক্রীড়াচক্র বনাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। চলতি লীগে এটা দু দলের দ্বিতীয় ম্যাচ।
গুরুত্বপূর্ণ এ খেলায় রেফারি ছিলেন মোঃ রুবেল
সরকারি রেফারি মোঃ সবুজ মিয়া , ও দেলয়ার হোসেন ।
চতুর্থ রেফারি হযরত আলী।
এদিন খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর রেফারি কমিটির সভাপতি ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইদ্রিস খান, ফরিদপুর ফুটবল টেকনিক্যাল কমিটির অন্যতম সদস্য ও সাবেক ফুটবল খেলোয়ার নান্নু মিয়া।