চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সভাকক্ষে গত সোমবার বিকেলে একশো দুস্থ্য মুক্তিযোদ্ধাদের মাঝে সরকারিভাবে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে। শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় উপজেলার দুস্থ্য মুৃক্তিযোদ্ধাদের এসব কম্বল বরাদ্দ দেন বলে জানা যায়।
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরন করেন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু প্রমূখ।
জানা যায়, ওই দিন প্রতি দুস্থ্য মুক্তিযোদ্ধাকে ১টি করে উপজেলার ১০০ জন মুক্তিযোদ্ধাকে মোট ১০০টি কম্বল বিতরন করা হয়। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধা ফকরুজ্জামান মাষ্টার, আবুল কালাম, শাহজাহান মৃধা, শেখ ইদ্রিস আলী, আবু বক্কার ও আবুল কাসেম উপস্থিত ছিলেন।