• ঢাকা
  • বুধবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ ইং
ফরিদপুরে ই ফাইলিং এর মাধ্যমে ট্রাফিক ব্যবস্থার উদ্ধোধন অনুষ্ঠিত

নিরঞ্জন মিত্র ( নিরু),ফরিদপুর :-

ফরিদপুরে ই-ফাইলিং এর মাধ্যমে ট্রাফিক ব্যবস্থার উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে এ কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠিত হয়। এতে ট্রাফিক ব্যবস্থা আরো বেশি উন্নত হবে।

ফরিদপুর পুলিশ সুপার আলিমুজ্জামান (বিপিএম সেবা) এর নেতৃত্বে ই – ফাইলিং কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার সাংবাদিকদের জানান সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য এই ব্যবস্থা কার্যকরী ভূমিকা পালন করবে।

তিনি বলেন আপনারা ফরিদপুরের ট্রাফিক ব্যবস্থা যাতে ভালো থাকে তার জন্য ট্রাফিক পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছেন। এই মুহূর্তে ফরিদপুর ও ভাঙ্গায় আপাতত এ ব্যবস্থা চালু থাকলেও পরবর্তীতে বিভিন্ন থানায় এ ব্যবস্থার আওতায় আনা হবে।

এ ব্যবস্থার ফলে গাড়ির মালিকগণ ইউ ক্যাশ মাধ্যমে টাকা পরিশোধ করে পরিবহন চালাতে পারবেন। পর্যায়ক্রমে সমস্ত পরিবহন গুলোতেই এই ব্যবস্থা চালু করা হবে। তিনি এ ব্যাপারে সর্বস্তরের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, ইউসিবিএল ব্যাংকের এমডি ওয়ালী হাসান, টিআই প্রশাসন তুহিন লস্কর সহ অন্যান্য ট্রাফিক সার্জেন্ট ও পুলিশ সদস্যরা।
এ কার্যক্রম সফল করতে ইউসিবিএল ব্যাংকের উদ্যোগে ২৬ টি মেশিন ট্রাফিক পুলিশকে হস্তান্তর করা হয়

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।