বীরগঞ্জে নিখোঁজের ৪দিন পর শিশুর লাশ উদ্ধার
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ৪দিন নিখোঁজ থাকার পর এক শিশুর লাশ উদ্ধার হয়েছে।
৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান পান্না জানান, ইউনিয়নের গোপালপুর গ্রামের মো. পগরু ইসলামের ছেলে মো. সোহাগ ইসলাম (৭) গত বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ হয়। সোহাগের স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে মাইকিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিখোঁজ বিজ্ঞপ্তি দেন শিশুটির স্বজনরা।
পরে রোববার ( ২৬ জুলাই) সকালে বাড়ির পাশে একটি খাল থেকে শিশুটির লাশটি উদ্ধার হয়। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান উক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করছেন।