• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং
ফরিদপুরের চিকিৎসকদের ৩০০ পিপিই দিলেন এমপি মোশাররফ হোসেন

জিল্লুর রহমান রাসেল, স্টাফ রিপোর্টারঃ     ফরিদপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের চিকিৎসা কার্যক্রমে অংশগ্রহনে বিন্দুমাত্র অনিচ্ছা নেই, ছিলও না কখনো, তবে তাদের অন্যতম দাবী ছিল নুন্যতম সুরক্ষা। আদর্শ পিপিই এখন সোনার হরিন, তারপরও দেশীয় পদ্ধতিতে তৈরী পিপিই হচ্ছে মন্দের ভাল।  ডাক্তারদের এ চাহিদার কথা মনে রেখে ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইন্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন নিজস্ব উদ্যোগে চিকিৎসকদের এ দাবী পুরন করেন । তিনি তিনশত’টি পিপিই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের জন্য বরাদ্দ দেন । তাঁর এপিএস, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফুয়াদ আজ ফরিদপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান ডাঃ স্বপন কুমার বিশ্বাস এবং বিএমএ সাধারন সম্পাদক এবং মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান বুলুর হাতে পিপিইগুলো তুলে দেন । এমপি মোশাররফ হোসেন বলেন, করোনা ভাইরাস যেভাবে মহামারি আকার ধারণ করছে তার চিকিৎসা দিতে গেলে প্রথমে চিকিৎসকদের সুরক্ষা প্রয়োজন। সরকার বিভিন্ন জায়গায় পিপিই দিচ্ছে, সারা দেশে লক্ষ লক্ষ চিকিৎসকের হাতে এই পিপিই পৌছতে সময় লাগছে, তাই ফরিদপুরে কোন রোগী যাতে বিনা চিকিৎসায় মারা না যায় তাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। এ সময় তিনি সকল চিকিৎসকদের নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করার আহ্বান জানান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।