জাকের পার্টির অসুস্থ নেতার পাশে জাদু মিয়া।
বিশ্বওলী খাজা বাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ)ছাহেব পীর কেবলাজান হুজুরের প্রবীন মুরিদ, সালথা উপজেলার আটঘর ইউনিয়ন জাকের পার্টির সাবেক সভাপতি মোঃ শের আলী খানের অসুস্থতার কথা শুনে তাকে দেখতে তার বাড়িতে ছুটে যান ফরিদপুর জেলা জাকের পার্টির সংগ্রামী সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া!
এসময় আটঘর ইউনিয়ন জাকের পার্টির সাধারণ সম্পাদক সামচেল মোল্যা,, জেলা ছাত্রফ্রন্টের প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, ছাত্রফ্রন্ট নেতা সোহেল তানভির, উপজেলা ছাত্রফ্রন্টের সাংগঠণিক সম্পাদক আবুল বাসার, ইউনিয়ন ছাত্রফ্রন্টের সভাপতি পারভেজ মোল্যা প্রমূখ।
জানা যায়, শের আলী খান উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত নবাব আলী খানের ছেলে। তিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ঘরে পড়ে আছেন।