নগরকান্দায় ৮টি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
শফিকুল খান জনি,ফরিদপুর #
ফরিদপুরের নগরকান্দায় ৮টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তাজুর রহমান (৩৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাজুল উপজেলার বড়কাজুলী গ্রামের আবুল হাশেম মিয়ার পুত্র বলে জানাগেছে।
থানাসুত্রে জানাযায়, সোমবার দিবাগত রাতে নগরকান্দা থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে তাজুরকে ঢাকার মীরপুর এলাকা থেকে গ্রেফতার করে নগরকান্দায় নিয়ে আসে।
তাজুর বিভিন্ন সময়ে বিভিন্ন নিরিহ মানুষকে লোভ দেখিয়ে তাদের নিকট থেকে প্রতারনা করে নগদ অর্থ হাতিয়ে। ভুক্তভোগীরা বিভিন্ন থানায় ও আদালতে মামলা দায়ের করে।
ইতিমধ্যে ৮টি মামলায় আদালত তাকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। মঙ্গলবার সকালে আসামিকে ফরিদপুর আদালতে প্রেরন করেছে।