• ঢাকা
  • বৃহস্পতিবার, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং
গোয়ালন্দের আলোর উদ্ভাবক ফাউন্ডেশন” এর উদ্যেমী যুবকদের ব্যাতিক্রমী উদ্দ্যেগ

করোনার আতংকে পুরো শহর মোটামুটি ফাঁকা হয়ে গিয়েছে, বাহিরে খুব কম মানুষ বের হচ্ছে। তবুও ধর্মপ্রান মুসল্লীরা প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মসজিদে আসছে।

তাদের জীবাণুমুক্ত ও পরিচ্ছন্ন রাখার কথা ভেবে “আলোর উদ্ভাবক ফাউন্ডেশন” এর উদ্যেমী যুককেরা রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার মধ্যে বেশ কয়েকটি মসজিদের প্রতিটি পানির কলের সাথে একটি করে সাবানের ব্যবস্থা করে দিয়েছে। মুসল্লীরা যেনো মসজিদে প্রবেশের সময় এবং ওযু করার আগে নিজেদের হাত পরিষ্কার করতে পারে৷ পাশাপাশি নানা শ্রমজীবী মানুষ কাজের জন্য বাহিরে বের হচ্ছে তারাও যেনো একটু পর পর চাইলেই মসজিদে প্রবেশ করে তাদের হাত পরিষ্কার করতে পারে।

মসজিদের পাশাপাশি মন্দিরেও হাত ধোঁয়ার ব্যবস্থা করে দিয়েছে।

জরুরী কাজ ছাড়া সবাইকে বাড়ি থেকে না বের হওয়ার জন্য তারা সচেতনতামুলক প্রচারণা চালাচ্ছে। তাদের এই মহতী উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে পাশাপাশি জাতির এই ক্রান্তিকালে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।