ফরিদপুরে হুমায়ূন স্মরণ উৎসবে
মানিক কুমার দাস,ফরিদপুর
ফরিদপুরে হুমায়ুন স্মরণ উৎসব এবং ক্যামেরার কবি নাসির আল মামুনের সংবর্ধনা অনুষ্ঠান আজ ২৬ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সাহিত্য পরিষদ ও ফরিদপুর ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে এবং ফরিদপুর প্রেসক্লাবের সার্বিক সহায়তায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন খ্যাতিমান আলোকচিত্রী নাসির আলী মামুন।
তিনি তার বক্তব্যে তার কাজের দীর্ঘদিনের অভিজ্ঞতা তুলে ধরেন। একই সাথে বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক , বিভিন্ন সময়ের আলাপচারিতা ও দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং তার সাথে তার বিভিন্ন সময় এর স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক এম এ সামাদ , সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মফিজ ইমাম মিলন, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, বাতিঘরের পরিচালক তামান্না সেতু, তুলি মুখার্জি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহিত্য পরিষদের সহ-সম্পাদক রেজাউল করিম।