গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কামদিয়া ইউনিয়নের আলী গ্রামের আব্দুস সামাদের ছেলে ছামিরুল ইসলাম আজ দুপুরে বাথ রুমের সেফটি ট্যাংকি খুড়তে গিয়ে মাটি চাপা পড়ে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে মাটি খুড়ে উদ্ধার কাজ শুরু করেন, এরি এক পর্যায়ে সন্ধা ৭টার দিকে এলাকার লোকজনের সহায়তায় ছামিরুলের মৃত দেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। এর আগে ঘটনার পর পরই ছামিরুলের মাটি চাপাপড়ার খবর শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা কার্যক্রম পরিদর্শন করেন,গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজির হোসেন,গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান,কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহাজুল ইসলাম ভুট্টু,শাখাহার ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক এস,এম আহসান হাবীব,যুগ্নঃ আহবায়ক ডাঃ জাহাঙ্গির কবির সহ নেতৃবৃন্দ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।