• ঢাকা
  • শুক্রবার, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ ইং
নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিজ ঘর পরিষ্কার করার সময় বিদ্যুৎপিষ্ট হয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

নাচোল উপজেলার নেজামপুর ইউপির লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতের ভাশুর কামাল হোসেন জানান, আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে বিদেশ প্রবাসী আমার ছোট ভাই মাসুদ রানার স্ত্রী ৩ সন্তানের জননী সালেহা খাতুন(৩৬) সামনে ঈদ উপলক্ষে ঘর পরিষ্কার করছিলেন। পরিষ্কারের পুর্বে ঘরে থাকা টিভি অন্যা ঘরে নিয়ে গেলেও ডিসের লাইন না হটিয়ে ঝুলে থেকে যায়। ঘর পরিষ্কার করতে গিয়ে ঐ ডিসের লাইনের সাথে বিদ্যুতের তারে সংযোগ হয়ে গেলে গৃহবধুর হাতে তার জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায়।

স্বজনরা জানতে পেরে তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, নিজ ঘরে দুঘটনায় মৃতের ভাশুর কামাল হোসেন বা তার পরিবারের কেও কোন অভিযোগ করবেন না। তবে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মৃতের ভাশুর কামাল হোসেন জানান, আজ বিকেল ৫টার সময় লক্ষীপুর গ্রামে জানাযা শেষে গ্রামের গোরস্থানে দাফন করা হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।