মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি:-
ফরিদপুর জেলার আলিপুরের সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা স্কুল মাঠে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মেজবাউর রহমান খান মিরোজ স্মৃতি গোল্ডকাপ শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট এর ফাইনালে উঠেছে আইকন মোবাইল এক্সচেঞ্জ ও বি জে ক্লাব।
প্রতিযোগিতার ফাইনাল খেলা আগামী রবিবার একই মাঠে অনুষ্ঠিত হবে।
এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার বৈশাখ নিউজ।
আজ সন্ধ্যায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে আইকন মোবাইল এক্সচেঞ্জ ২ উইকেটে পূর্ব খাবাসপুর লিটল স্টার ক্লাবকে পরাজিত করে ফাইনালে উঠে। দিনের দ্বিতীয় সেমিফাইনালে বিজে ক্লাব ৪১ রানে বন্ধুত্ব স্মৃতি সংঘ কে পরাজিত করে ফাইনালে উঠে।
এর আগে প্রতিযোগিতার শেষ কোয়ার্টার ফাইনালে কাকন তন্ময় স্মৃতি সংঘ কে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠে বন্ধুত্ব স্মৃতি সংঘ।
আগামী রবিবার সন্ধ্যা সাতটায় একই মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।