উত্তর কোরিয়াতে ১০ লাখ ডলার সমমূল্যের চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যক্ষা নিরাময় কর্মসূচির অংশ হিসেবে সংস্থার অনুরোধে ভারত এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত শুক্রবার (২৪ জুলাই) এক বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, উত্তর কোরিয়াতে চিকিৎসা সামগ্রী সঙ্কটের জন্য ভারতের সমবেদনা রয়েছে। দেশটিকে ১০ লাখ ডলার সমমূল্যের যক্ষার ওষুধ মানবিক সহায়তা হিসেবে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো কূটনীতিকদের বরাত দিয়ে বলছে, এভাবে উত্তর কোরিয়ার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়ার পাশাপাশি চীনকেও বার্তা দিচ্ছে ভারত।
নরেন্দ্র মোদির শাসনামলের শুরু থেকেই শি জিন পিংয়ের মিত্র কিম জং উনের দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে ভারত। ২০১৮ সালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল ভি কে সিংহকে উত্তর কোরিয়া পাঠানো হয়। বিশ বছরে এটাই প্রথম কোনো ভারতীয় মন্ত্রীর উত্তর কোরিয়া সফর।
এর আগে ১৯৯৮ সালে ভারতীয় মন্ত্রী সে দেশে গিয়েছিলেন। তখনও ছিল বিজেপি-শাসন। সম্প্রতি উত্তর কোরিয়ার একটি সরকারি অনুষ্ঠানে কিম জং উনের হাতে ফুলের তোড়া তুলে দেন ভারতীয় রাষ্ট্রদূত অতুল মালহারি গোতসুরবে। বহু বছর পরে তিনিই উত্তর কোরিয়ায় নিযুক্ত প্রথম আইএফএস অফিসার।
শুক্রবার পিয়ংইয়ংয়ের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ডেমোক্র্যাটিক পিপল’স রিপাবলিক অব কোরিয়ায় ওষুধ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ভারতের কাছে বিষয়টি স্পর্শকাতর। মানবিকতার খাতিরে ভারত ১০ লাখ ডলার মূল্যের যক্ষ্মার ওষুধ সাহায্য হিসেবে দিচ্ছে তাদের।
সূত্র: এনডিটিভি