We Care যেকোন দুর্যোগে, আছি পাশে এই স্লোগানে বলিয়ান মানবিক সংগঠন, বিশ্বব্যাপী মহামারী আকার নেওয়া করোনা ভাইরাসে অবরুদ্ধ সমাজের হতদরিদ্র পরিবারের লোকজনের মুখে একমুঠো ভাত তুলে দেওয়ার প্রয়াসে নিঃস্বার্থ কয়েকজন তরুণ ও যুবকেরা আজ ২৬মার্চ বৃস্পতিবার রিক্সায়ালা,কুলি,দিনমজুরি, কাজের বুয়া,পঙ্গু, কাজে অক্ষম কিছু মানুষের ৩০ টা পরিবারকে ২০ কেজি চাল,২ কেজি ডাল,৫ কেজি আলু, ১ লিটার তেল, লবণ ১ কেজি, একটা করে সাবান দেয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে কিছু কথা-
বর্তমানে সবচাইতে ক্রাইসিসে আছে এ মানুষগুলো। আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষগুলোর জন্য কিছু করার,আপনার জায়গা থেকে আপনি করে যান।
আপাতত তাদের হয়ত ৪/৫ দিনের খাবার মজুদ আছে। কিন্তুু জানিনা তারপর কি হবে!!
আমরা এই মানুষগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি ।
দেখা যাক কতটুকু কি করতে পারি!! 🙂
We Care এর উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার সাঈদ,সঞ্জয় রায় ও রকিবউদ্দিন মাছুৃৃম।
অতিথি হিসেবে ছিলেন আরেকটি মানবিক ও ভালো ভালো কাজের সংগঠন আমরা করবো জয় এর আহমেদ সৌরভ, রুদ্র প্রামাণিক ও সকাল রায়।