• ঢাকা
  • সোমবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৫ই জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
ফরিদপুর We Care মানবিক সহায়তা দিল ৩০ পরিবারকে

We Care যেকোন দুর্যোগে, আছি পাশে এই স্লোগানে বলিয়ান মানবিক সংগঠন, বিশ্বব্যাপী মহামারী আকার নেওয়া করোনা ভাইরাসে অবরুদ্ধ সমাজের হতদরিদ্র পরিবারের লোকজনের মুখে একমুঠো ভাত তুলে দেওয়ার প্রয়াসে নিঃস্বার্থ কয়েকজন তরুণ ও যুবকেরা আজ ২৬মার্চ  বৃস্পতিবার রিক্সায়ালা,কুলি,দিনমজুরি, কাজের বুয়া,পঙ্গু, কাজে অক্ষম কিছু মানুষের ৩০ টা পরিবারকে ২০ কেজি চাল,২ কেজি ডাল,৫ কেজি আলু, ১ লিটার তেল, লবণ ১ কেজি, একটা করে সাবান দেয়া হয়।

সংগঠনের পক্ষ থেকে কিছু কথা-
বর্তমানে সবচাইতে ক্রাইসিসে আছে এ মানুষগুলো। আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষগুলোর জন্য কিছু করার,আপনার জায়গা থেকে আপনি করে যান।
আপাতত তাদের হয়ত ৪/৫ দিনের খাবার মজুদ আছে। কিন্তুু জানিনা তারপর কি হবে!!
আমরা এই মানুষগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি ।
দেখা যাক কতটুকু কি করতে পারি!! 🙂

We Care এর উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার সাঈদ,সঞ্জয় রায় ও রকিবউদ্দিন মাছুৃৃম।
অতিথি হিসেবে ছিলেন আরেকটি মানবিক ও ভালো ভালো কাজের সংগঠন আমরা করবো জয় এর আহমেদ সৌরভ, রুদ্র প্রামাণিক ও সকাল রায়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।