এবার মুরগি থেকে নতুন ভাইরাস, আক্রান্ত ৪৬৫
মহামারী করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই এবার নতুন এক ভাইরাসের খবর পাওয়া গেল। ভাইরাসটির নাম ‘সালমোনেলা’। এটি মুরগি থেকে ছড়িয়েছে বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ৪২টি প্রদেশ থেকে এই খবর পাওয়া গেছে। ২০১৯ সালেও সালমোনেলা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর শোনা গিয়েছিল।
চাঞ্চল্যকর এই তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি)।
জানা গেছে, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ইতোমধ্যে একজন মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় অন্তত ৮৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে সিডিসি’র বরাত দিয়ে জানিয়েছে, তিনশ ৬৮ জন গত ২০ মে মাস থেকে আক্রান্ত হয়েছেন। চলতি বছরেই মোট চারশ ৬৫ জন মুরগির মাধ্যমে সালমোনেলা রোগে আক্রান্ত হয়েছেন।