রাজশাহীর মোহনপুরে দ্বিতীয় করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত
রাজশাহীর মোহনপুরের নওনগরে আরেকজন করোনা রোগি শনাক্ত হয়েছেন।তার বয়স ৮৪ বছর। গত ২৫ এপ্রিল ওই পরিবারের ৫ সদস্যের করোনার সন্দেহে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পরিক্ষায় পাঠানো হয়। এতে এক জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেলে আজ রোববার উপজেলা স্বাস্থ্যকেন্দ্র তাকে চিকিৎসার ব্যবস্থা করে।
এছাড়াও উপজেলা প্রশাসন সব ধরনের সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহন করে। ওই পরিবারের সবাই এখন পর্যন্ত সুস্থ রয়েছে।অন্যদিকে ভাইরাস সংক্রামন প্রতিরোধে আশেপাশের বেশকিছু বাড়ির লোজনকে বাড়িতে অন্তরীনের ব্যবস্থা করা হয়েছে।উল্লেখ,করোনা শনাক্ত রোগটি দীর্ঘ দিন যাবত বাধ্যক্য জণিত কারণে কার্শি বুকের ব্যাথায় ভুগছিলেন। তবে তিনি বহিরাগত কারো সংস্পর্শে যায়নি বলে পরিবারের দাবী।মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন এবং উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের টিএইচএ ডা, আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।