• ঢাকা
  • সোমবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি হলেন দ্বিতীয় সংসদ সদস্য যিনি কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এর আগে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন।

সংসদ সদস্যের বড় ভাই ওরিয়ন গ্রুপের মালিক ওবায়দুল করিম জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হলেও তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

তিনি জানান, পাঁচ দিন আগে আমার ছোট ভাইয়ের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। তারপর থেকে সে বাসায়তেই চিকিৎসা নিচ্ছে। এখন ভালো আছে।

এবাদুল করিম বিকন সংসদ সদস্য ছাড়াও দেশের শীর্ষস্থানীয় ব্যাবসায়ী। তিনি বিকন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ও বিকন ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। বিকন ফার্মা বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভূক্ত একটি কোম্পানি।

মহামারি করোনায় দেশে একে একে বড় শিল্প প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন। হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ ইতিমধ্যে সুস্থ হয়েছেন। সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন অ্যাপক্সের মালিক। তার স্ত্রী মারা গেছেন করোনায়। এস আলম গ্রুপের পরিচালক একজন মারা গেছেন। তাদের পরিবারের বেশ কয়েকজন আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এনভয় গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী কুতুবুদ্দিন আহমেদও আক্রান্ত হয়েছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।