মোঃ রমজান শিকদার,
ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধ-২৭/১৯/২০২২
ফরিদপুরের ভাঙ্গায় বৃহস্পতিবার সকালে শিক্ষক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। ডাক্তার আবু ইউসুফ স্টেডিয়াম হতে শুরু করে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ ভবনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বক্তারা শিক্ষকদের উপযুক্ত পারিশ্রমিক ও সম্মান প্রদর্শনের জন্য বক্তব্য তুলে ধরেন। সরকারি কে.এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুন্সি রুহুল আসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর আরিফুল ইসলাম, উপজেলা একাডেমী সুপারভাইজার প্রলাদ বিশ্বাস, সরকারি ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন, শরীফাবাদ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শাখাওয়াৎ হোসেন, আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, সৈয়দ জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারোয়ার হোসেন, পুলিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক বাচ্চু মাতুব্বর, সদরদি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোস্তফা, তাড়াইল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম, চুমুরদি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সমীর ভৌমিক প্রমুখ।