নিজস্ব প্রতিবেদক:-
ফরিদপুর জেলাসহ সারা বাংলাদেশে দ্বিতীয় বারের মত জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ উদযাপন করা হয়।ফরিদপুর জেলায় বর্তমান কোভিড পরিস্থিতি বিবেচনায় স্বল্প পরিসরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এবারের প্রতিপাদ্য বিষয় ছিল গুণগত পরিসংখ্যান, উন্নত জীবনের সোপান।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দীপক কুমার রায়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রাণী মন্ডল,জেলা আনসার কমান্ডো নাদিরা বেগম,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাশউদা হোসেন,সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মীনাক্ষী বিশ্বাস।সভায় উপস্তিত ছিলেন সরকারি বিভিন্ন বিভাগের দপ্তর প্রধান গণ,এনজিও প্রতিনিধিগণ,জনপ্রতিনিধি, সুশীল সমাজ প্রতিনিধিগণ,জেলা ও উপজেলা পরিসংখ্যান অফিসের সকল সদস্যগণ, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জনাব অতুল সরকার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সফলভাবে সকল অনুষ্ঠান যথাযথভাবে উদযাপন করা হয়।