মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর-২, আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর। এ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে সালথার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে ইউনিয়নের খারদিয়া গ্রামের আওয়ামীলীগ নেতা সমাজ সেবক সৈয়দ মাহাতাব হাবিব মিল্টনের বাড়িতে এ পথসভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবু বক্কর ছিদ্দিক, যদুনন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ মাহমুদ সোহেলসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, একমাত্র শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নের সরকার। তাই শেখ হাসিনার উন্নয়নে অংশ নিতে নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কা উন্নয়নের মার্কা। আমার মা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী আজীবন ফরিদপুর- ২ আসনের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। আমিও মায়ের মতো আজীবন আপনাদের পাশে থেকে সেবা করে যাবো।
২৭ অক্টোবর ২০২২