আফতাবগঞ্জের কুশদহ ইউনিয়নে ত্রান ও দূর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ
দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জের ৯নং কুশদহ ইউনিয়নে ত্রান ও দূর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৮টি স্থানে প্রতি ওয়ার্ডে ৫০ জন করে মোট ৪৫০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউনিয়নের চেয়ারম্যান।
সোমবার (২৭ এপ্রিল) সকালে কুশদহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৮টি স্থানে গরীব অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউনিয়নের চেয়ারম্যান আবু সাহাদত মোহাম্মদ সায়েম আলী।
৯নং কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান আবু সাহাদত মোহাম্মদ সায়েম আলী জানান,করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়েপড়া মানুষদের মাঝে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ৫কেজি চাল, আলু ২কেজি ও আধা কেজি লবণ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৮টি স্থানে আলাদা আলাদা সময়ে গিয়ে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কুশদহ ইউনিয়নের সচিব মোস্তফা জামান ও ইউনিয়ের সকল ওয়ার্ডের নেতাকর্মী।