• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ ইং
আজ ভাষা সৈনিক মরহুম শামসুল হক এমপি’র ১৫ তম মৃত্যুবার্ষিকী

জাহাঙ্গীর তালুকদারঃ ১৯৩০ সালের ২৯শে জানুয়ারী তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামে জন্ম গ্রহন করেন মরহুম শামসুল হক। তিনি ময়মনসিংহ শহরের ৭/ক পন্ডিতপাড়া পৈত্রিক বাড়ীতে স্বপরিবারে বসবাস করতেন।

সরকারী আনন্দ মোহন কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেনীতে অধ্যয়ন কালে ১৯৫২ সালের ফেব্রয়ারী মাসে ভাষা আন্দোলনে অংশ গ্রহন করেন। এ সময় ময়মনসিংহ শহরের ষ্টেশন রোড থেকে তৎকালীন পাকিস্থান সরকার তাকে গ্রেফতার করে।

ভাষা আন্দোলনের সময় তিনি ৬ মাস কারাগারে আটক ছিলেন। ৫২ এর ভাষা আন্দোলন থেকে ৬৯ এর গন অভূথ্যান,৭০ এর নির্বাচন,৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রাম এবং ৭৫ এ জাতীর জনক বঙ্গবন্ধুর পৈশাচিক হত্যাকান্ডের পর ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের একজন কান্ডারী হিসাবে রাজপথে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য সংগ্রাম করে গেছেন।

পাকিস্থানের শাসন আমলে আইয়ুব মোনায়েমের বিরুদ্ধে ময়মনসিংহ শহরে তিনি ছিলেন একজন মৃত্যুভয়হীন রাজপথের সাহসী সৈনিক। তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুর্নরুদ্বারের আন্দোলনের একজন সক্রিয় নেতা ছিলেন।

মহান মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক ও যোদ্ধা হিসাবে তিনি উজ্জল ভুমিকা পালন করেন। ১৯৭০,১৯৭৩,১৯৮৬,১৯৯১ ও ১৯৯৬ সালে ফুলপুর আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তা ছাড়াও তিনি ১৯৮৮ সালে ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন।

১৯৯৫ ও ১৯৯৬ সনে ময়মনসিংহ জেলা অঅওয়ামীলীগের সভাপতি ছিলেন। তিনি ১৯৯৬ সালে পাট মন্ত্রনালয়ে সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। ময়মনসিংহ জেলা শ্রমিকলীগের সভাপতি হিসাবে শ্রমিক স্বার্থ সংরক্ষনের জন্য সফলতার সাথে লড়াই সংগ্রাম করে গেছেন।

এ ছাড়া তিনি বিভিন্ন স্কুল,কলেজ,মসজিদ,মাদরাসা,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপুর্ন পদে দায়িদ্ব পালন করে ছিলেন। আওয়ামীলীগের তৃনমুল কর্মী ও নেতাদের ছিলেন তিনি পরম বন্ধু। সাধারন মানুষের জন্য রাজনৈতিক ভেদাভেদ ভুলে সমান ভাবে কাজ করে গেছেন।

তাই তিনি ছিলেন আপাময় জন সাধারনের প্রিয় লোক। সবাই তাকে শামসু ভাই বলে ডাকতেন। সবার প্রিয় শামসু ভাই ২০০৪ সালের ২৭মে চলে গিয়েছেন না ফেরার দেশে। এমন একজন মহান নেতার মৃত্যু আজও মেনে নিতে পারেনি ফুলপুর-তারাকান্দার সাধারণ মানুষসহ গোটা ময়মনসিংহবাসী।

তার মৃত্যুর পর তার পুত্র শরীফ আহমেদ ময়মনসিংহ-২ আসন থেকে দশম ও একাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালের মন্ত্রীসভায় শরীফ আহমেদ সমাজকল্যাণ মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। বর্তমানে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার কীর্তিকে স্মরণ করে ময়মনসিংহ শহরের টাউন হল সংলগ্ন ভাষা সৈনিক শামসুল হক মঞ্চ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।