কবির হোসেন, আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি :ফরিদপুরের আলফাডাঙ্গায় পৌর এলাকায় কলেজ পাড়া থেকে দিনের বেলায় ছিইতাইকালে রিংকু(২৫) নামে এক ছিনতাইকারী জনতার হাতে আটক হয়েছে। রিংকু পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের দেওলী গ্রামের মিলন মিয়ার ছেলে।
২৬ এপ্রিল রবিবার বেলা ৩ টার দিকে পৌর এলাকায় কলেজ পাড়া মিঠাপুর মহল্লায় এ ছিইতায়ের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
জানা যায় , ভিডিপি দলনেতা আমিরননেছা উপজেলা আনসার ও ভিডিপি অফিস থেকে ত্রাণ বিতরণের লিস্ট নিয়ে বাড়ি ফেরার সময় কলেজপাড়া পৌঁছলে কাঁধে থাকা বেনিটি ব্যাগ ও তার ভীতরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে দৌলায়। আমিরননেছার শোর চিৎকারে আশেপাশের লোকজন তাকে ধরে ফেলে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
ওই দলনেতা বাদী হয়ে থানায় ছিনছাকারীর বিরুদ্ধে থানায় মামলা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি রেজাউল করিম বলেন,ছিনকারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।